কোটা আন্দোলনের ৯ দফা দাবি কি কি || ৯ দফা দাবিসমূহ

 

ছাত্রদের ৯ দফা দাবি কি কি, ৯ দফা গুলো কি, শিক্ষার্থীদের ৯ দফা দাবি সমূহ কি কি, কোটা আন্দোলনের ৯ দফা দাবি কি কি, ৯ দফা দাবিগুলো কি কি, ছাত্রদের ৯ দফা দাবিগুলো কি কি, ছাত্রদের ৯ দফা গুলো কি কি, ছাত্রদের ৯ দফা আন্দোলনের কর্মসূচি কি ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। ছবি: সংগৃহীত কোটা সংস্কার আন্দোলন নিউজ, কোটা আন্দোলন, quota andolon, কোটা বিরোধী আন্দোলন, dhaka andolan khabar, andola, quota andoloner 9 dabi, kota andoloner 9 dabi, kota andolon,  kota andolon 2024,

৯ দফা দাবি কি কি

টাইমস বাংলা নিউজ ২৪.কমঃ- কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের কাছে ৯ দফা দাবি জানিয়েছে। সে দাবি আদায়ের লক্ষ্যে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আজ শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজ বাদ শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন।

তাদের ৯ দফা গুলো হলো:-

কোটা সংস্কার আন্দোলনের ৯ দফা কি কি চলুন আমরা জেনে আশি।

১.নাম্বার দাবি:-ছাত্র হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

২.নাম্বার দাবি:-ছাত্র হত্যার দায় নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ নিজ মন্ত্রণালয় ও দল থেকে পদত্যাগ করতে হবে।

৩. নাম্বার দাবি:-যেসব এলাকায় ছাত্র হত্যার ঘটনা ঘটেছে,সেখানকার পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারকে বরখাস্ত করতে হবে।

আরো পড়ুন:- সারজিস আলমের ফেসবুক ট্যাটাস

৪. নাম্বার দাবি:-ঢাকা বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,জগনাথ বিশ্ববিদ্যালয় ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে।

৫. নাম্বার দাবি:-নিহত ও আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে।

৬. নাম্বার দাবি:-ছাত্র হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের আটক ও হত্যা মামলা দায়ের করতে হবে।

৭. নাম্বার দাবি:-দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও ছাত্রসংসদ চালু করতে হবে।

আরো পড়ুন:- কে এই আসিফ মাহাতাব উৎস

৮. নাম্বার দাবি:-অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে।

৯. নাম্বার দাবি:-আন্দোলনে অংশ নেওয়া সব শিক্ষার্থী যেন একাডেমিক ও প্রশাসনিক কোনো হয়রানির শিকার না হয়,তা নিশ্চিত করতে হবে।

তারা আরো বলেন,ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো।

আরো পড়ুন:- কে এই সৈয়দ আবেদ আলী