জমকালো ভাবে শেষ হলো রংধনু মডেল স্কুলের মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪

 

জমকালো ভাবে শেষ হলো রংধনু মডেল স্কুলের মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫,জমকালো ভাবে শেষ হলো রংধনু মডেল স্কুলের মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪,মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪,টাইমস বাংলা নিউজ ২৪.কম,rangdhanums,timesbangla news 24,rangdhanu school medha bitti porikkha 2024, rangdhanu model school medha bitti porikkha 2024,rangdhanu school shahjadpur, rangdhanu model school shahjadpur,rangdhanu school shahzadpur sirajganj,rangdhanu model school shahzadpur sirajganj,

রংধনু মডেল স্কুলের মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪

ঢাকা, ২৯ নভেম্বর ২০২৪

টাইমস বাংলা নিউজ ২৪.কম নিউজ ডেস্ক:-সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রংধনু মডেল স্কুল আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ আজ অত্যন্ত ঝাক জমকালো পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ১৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্য ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়,যা তাদের প্রস্তুতি ও আত্মবিশ্বাসের প্রমাণ।

বিদ্যালয়ের অধ্যক্ষ মো.শহিদুল ইসলাম শাহিন জানান,"আমাদের মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের নতুন উদ্দীপনা তৈরি করবে বলে আমার ধারনা“। এই পরীক্ষা শুধুমাত্র প্রতিযোগিতামূলক শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বিস্তৃত করার একটি মাধ্যম।"

পরীক্ষাটি পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য ছিল। যারা আগামী বছর ষষ্ট শ্রেণিতে উঠবে। অত্র পরীক্ষার প্রশ্নপত্রে সাধারণ জ্ঞান,গণিত,বিজ্ঞান এবং বাংলা ভাষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পরীক্ষার পুরো কার্যক্রম সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।

পরীক্ষা শেষে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি হালকা নাস্তার আয়োজন করে রংধনু মডেল স্কুল কর্তৃপক্ষ।উক্ত পরীক্ষায় বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা মনোমুগ্ধকর পরিবেশ দেখে আনন্দ আত্নহারা।উপস্থিত অভিভাবকগণ সন্তুষ্টি প্রকাশ করে জানান,"রংধনু মডেল স্কুলের এমন আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে বড় ভূমিকা রাখবে।"

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার ফলাফল আগামী ১লা ডিসেম্বর ২০২৪ ইং রবিবার দুপুর ২.৩০ মিনিটে প্রকাশ করা হবে। বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার এবং সম্মাননা অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

রংধনু মডেল স্কুলের মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের জ্ঞানচর্চার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতার মনোভাব বাড়ানোর এক অনন্য উদ্যোগ হিসেবে স্বীকৃত।

 29/11/24 এস,সরকার